১।প্রশিক্ষণ সংক্রান্ত সেবা সমূহ:
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত ২ ধরণের প্রশিক্ষন সেবা দিয়ে থাকে।
ক) প্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ ।
খ) অপ্রাতিষ্ঠনিক ট্রেডে প্রশিক্ষণ ।
প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ট্রেড সমুহঃ
ট্রেডের নামঃ
০১।কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কোর্স:
§ মেয়াদ : ৬ মাস।
§ প্রশিক্ষণ শুরুর সময় : জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা : ৪০ জন (অনাবাসিক)
§ শিক্ষাগত যোগ্যতা : এইস.এস.সি/সমমােনর পরীক্ষায় পাস।
§ কোর্স ফি : ২,০০০ (দুই হাজার) টাকা।
০২।মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এিপ্লকেশনপ্রশিক্ষণ
§ মেয়াদ : ৬ মাস।
§ প্রশিক্ষণ শুরুর সময় : জানুয়ারী ও জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা : ৪০ জন (অনাবাসিক )
§ শিক্ষাগত যোগ্যতা : এইস.এস.সি/সমমানের পরীক্ষায় পাস।
§ কোর্স ফি : ৫০০ (পাচশত) টাকা।
০৩।পোষাক তৈরী (মহিলাদের জন্য) ।
§ মেয়াদ : ৪ মাস।
§ প্রশিক্ষণ শুরুর সময় : জুলাই ও জানুয়ারী মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা : ৪০ জন (অনাবাসিক)।
§ শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি : ৫০ টাকা।
০৪।মৎস চাষ:
§ মেয়াদ : ১ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় : প্রতি মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা : ২০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি : ১০০ টাকা।
০৫।রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং :
§ মেয়াদ : ৬ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় : প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা : ৩০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি : ৫০০ টাকা।
০৬।ইলেক্ট্রনিক্স:
§ মেয়াদ : ৬ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় : প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা : ৩০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি : ৩০০ টাকা।
০৭।ইলেক্ট্রিক্যাল এন্ড হাউস ওয়ারিং:
§ মেয়াদ : ৬ মাস ।
§ প্রশিক্ষণ শুরুর সময় : প্রতি জানুয়ারী – জুলাই মাসের ১ তারিখ।
§ আসন সংখ্যা : ৩০ জন।
§ শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি : ৫০০ টাকা।
০৯।গবাদিপশু,হাঁস-মুরগী পালন প্রাথমিক চিগিৎসা,মৎস চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স:
মেয়াদ : ২ মাস ১৫ দিন।
প্রশিক্ষণ শুরুর সময় : জুলাই , অক্টোবর ,জানুয়ারী ও এপ্রিল ।
আসন সংখ্যা : ৬০ জন ( আবাসিক )
শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস।
কোর্স ফি : ১০০ টাকা।
জামানত (ফেরতযোগ্য) : ১০০/- (একশত) টাকা।
প্রতি মাসে প্রশিক্ষণার্থীদের ১২০০ টাকা ভাতা প্রদান করা হয়।
১০। অপ্রাতিষ্ঠানিক (ভ্রাম্যমান) ট্রেড সমূহঃ
সাধারণতউপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক বা ভ্রাম্যমান প্রশিক্ষণ দেয়া হয়।এলাকারশিক্ষা প্রতিষ্ঠান বা যুব সংগঠন / ক্লাবে এ প্রশিক্ষণের ভেন্যুহেসেবে ব্যাবহার করা হয়। যেহেতু প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রশিক্ষন প্রদানকরা হয় সেহেতু বেকার যুবদের এ প্রশিক্ষণ গ্রহন খরচ ও সময় কম হয়।অপ্রাতিষানিক প্রশিক্ষণ গ্রহনে বেকার যুবদের কোন প্রকার প্রশিক্ষণ ফিপ্রদান করতে হয় না । যে সমস্ত ট্রেডে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করাহয় তা নিম্নরূপঃ
§ পারিবারিক হাঁস মুরগি পালন, গরু মোটা-তাজা করন, গাভি পালন, বসত বাড়ীতেসব্জী চাষ, নার্সারি বনায়ন, ছাগল পালন, মৎস চাষ, পোষাক তৈরি এবং স্থানীয়চাহিদার ভিত্তিতে ট্রড নির্ধারন করে প্রশিক্ষণ দেয়া হয় ।
§ েময়াদ : ০৭-১০িদন। প্রতি ১/২ মাস পরপরবছরে ৮টি ব্যাচ।
§ শিক্ষাগত যোগ্যতা : ৮ম শ্রেণী পাস।
§ কোর্স ফি : নাই।
§ যোগাযোগের ঠিকানাঃ
§ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় , ফেনী সদর, ফেনী।
১১। আত্ম কর্ম সংক্রামত্ম প্রশিÿÿত যুবদের আত্ম কর্মসংস্থাণ কর্মসূচী:
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষত যুবদের আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের লক্ষয জেলা ও উপজেলা পর্যায়ের
কর্মকর্তা/কর্মচারী ও প্রশিক্ষকগণ প্রশিক্ষণ পরবর্তী যুবদের উদ্ভুদ্ধ করণ ও পরামর্শ প্রদান
১২। ঋন কর্মসূচি:
যুব উন্নয়ন অধিদপ্তর সাধারণত দুই ধরণের ঋণ দিয়ে থাকে ।
(ক) আত্ম কর্মসংস্থান প্রকল্পে যুব ঋণ বিতরণ
(খ) পরিবার ভিত্তিক ঋণ
(ক) আত্ম কর্মসংস্থান প্রকল্পে যুব ঋণ:
যুবউন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষত যুবদের আত্ম কর্মসংস্থান প্রকল্পে সহায়তার লক্ষ্যে ২ (দুই) বছরে মাসিক কিস্তিতে পরিশোধযোগ্য ৫০০০/-টাকা হতে৫০,০০০/-টাকা পর্যমত্ম প্রকল্পের অনুকুলে একক ঋণ ১০% সার্ভিস চার্জে(ক্রমহ্রাসমান হারে) আবেদনের ১ মাসের মধ্যে প্রদান করা হয়।
(খ) পরিবার ভিত্তিক কর্মসূচীতে ÿুদ্র ঋণ বিতরণ :
দারিদ্রবিমোচন কর্মসূচীর আওতায় এলাকার অসচ্ছল ব্যক্তি ও পরিবারের সদস্যদেরগ্রম্নপ ও কেন্দ্র গঠনের মাধ্যমে ১ বছরে সাপ্তাহিক কিসিত্মতে পরিশোধযোগ্য১ম দফায় ৮০০০/-টাকা হতে পর্যায়ক্রমে বছর ভিত্তিক ৫ম দফায় ১৬০০০/-টাকাপর্যমত্ম সার্ভিস চার্জে (ক্রমহ্রামান হারে) আবেদনের ১ মাসের মধ্যে নূন্যতম৪০জন সদস্য/সদস্যদের মধ্যে কেন্দ্র ভিত্তিক ৩,২০,০০০/-টাকা হতে৬,৪০,০০০/-টাকা পর্যমত্ম বিতরণ করা হয়।
১৩। যুব উন্নয়ন অধিদপ্তর ও বেসরকারী স্বেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে কর্মসূচী ভিত্তিক নেটওয়ার্কিং জোরদার করণ প্রকল্প :
প্রতিউপজেলায় বর্তমানে দুটিস্বেচ্ছাসেবী যুব সংগঠনকে সম্পৃক্ত করে যুবদের মধ্যেসচেতনতামূলক/ জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ এবং ১০দিনমেয়াদী ও এক মাস মেয়াদীবেসিক কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ বিনা মূল্যে প্রদান করা হয়।
১৪।যুব উদ্যোক্তা ও বাজার ব্যবস্থাপনা, যুবনের্তৃত্ব যুব কর্ম ও যুবদেরক্ষমতায়ন, প্রকল্প প্রণয়ন ও ব্যবস্থাপনা, নারীর ক্ষমতায়ন ও পরিবার কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক :
জেলার উৎসাহী সফল আত্মকর্মী যুব ও যুব সংগঠকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রতি বছর বিভিন্ন সময়ে প্রশিক্ষণ কোর্স সমূহ অনুষ্ঠিত হয়।
১৫। স্বেচ্ছসেবী যুব সংগঠন তালিকা ভূক্ত করণ:
যুব সমাজকে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করণের লক্ষ্যে স্বেচ্ছাসেবী যুব সংগঠনের আবেদনের মাধ্যমে তালিকা ভূক্ত করা হয়।
১৬। অনুদান প্রদান :
প্রতিঅর্থ বছরে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘‘অনুন্নয়ন খাতের’’ অনুদান এবং যুব ওক্রীড়া মন্ত্রনালয়ের যুব কল্যাণ তহবিল এর প্রকল্প ভিত্তিক অনুদানস্বেচ্ছাসেবী যুব সংগঠনের মধ্যে আবেদনের মাধ্যমে বিতরণ করা হয়।
১৭। জাতীয় যুব দিবস উদযাপন এবং জাতীয় যুব পুরস্কার প্রদান :
প্রতিবছর ডিসেম্বর মাসে জাতীয় যুব দিবস সকল জেলা ও উপজেলায় উদযাপিত হয় এবংবিভাগ ভিত্তিক সফল আত্মকর্মী যুবক ও যুব মহিলা এবং যুব সংগঠককে দৃষ্টামত্মমূলক অবদানের জন্য আবেদনের মাধ্যমে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস