Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

CITIZEN CHARTER

কার্যালয়ে যে সকল সুবিধা সমূহ পাওয়া যাবেঃ

 

  যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারীত ট্রেডে অপ্রাতিষ্টানিক বা প্রাতিষ্টানিক প্রশিক্ষণ গ্রহণঃ

  সংশ্লিষ্ট বিষয়ের উপর ঋণ গ্রহণ:

  সংগঠন রেজিষ্ট্রেশন :

  অনুদান প্রদান :

  সরকারী অন্যান্য সুবিধা সমূহঃ

.......................................................................................................................................

যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারীত ট্রেডে অপ্রাতিষ্টানিক বা প্রাতিষ্টানিক প্রশিক্ষণ গ্রহণে শর্তাবলীঃ

আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

জাতীয় যুব নীতিমালা অনুযায়ী ১৮-৩৫ বছর হতে হবে।

সংশ্লিষ্ট বিষয়ে নির্ধারীত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

........................................................................................................................

সংশ্লিষ্ট বিষয়ের উপর ঋণ গ্রহণে ঋণ গ্রহীতার যোগ্যতাঃ

যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে

প্রকল্পটি সম্ভবতা যাচাইয়ে (পরিদর্শনেযোগ্য হতে হবে।

প্রস্তাবিত প্রকল্পটির গ্রহণযোগ্যতা থাকতে হবে।

প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেড সংশ্লিষ্ট প্রকল্প গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্ট বিষয়ের সনদ প্রাপ্তির ০৩ বছরের মধ্যে ঋণের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর

সাদা কাগজে আবেদন করতে হবে।

আবেদনকারীকে অন্যকোন প্রতিষ্টান থেকে ঋণ নেয়া থাকলে তাহার নো-অবজেকশন সনদ দিতে হবে

গৃহীত প্রকল্পের ২০কাজ নিজের অর্থে সম্পন্ন করতে হবে।

উপরোক্ত শর্তাবলী সম্পন্ন হলে ২০/= টাকা মূল্যমানের ঋণের আবেদন পাওয়া যাবে।

আবেদন পত্রের সাথে আবেদনকারীর ¤প্রতি তোলা ০৩ কপি ছবি

চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নাগরিকত্বের সনদপত্র

মূল সনদ       ব্যাংক একাউন্ট নম্বর

বিঃদ্রঃ যুব উন্নয়ন অধিদপ্তরের অনলাইনপেজে ঋণের আবেদন করতে হবে।

১ম জামিনদারঃ

আবেদনকারীর সমর্থনে যিনি জমির জামিনদার হবেন তাহার নামে ক্রয়কৃত  নন-জুডিশিয়াল স্ট্যাম্প ০২ কপি ছবি দিতে হবে।

আবেদনকারীর আবেদনকৃত ঋনের দ্বিগুন সম্পত্তির মূল দলিল(মিউটেশন পর্চা সহ),হালনাগাদ দাখিলা থাকতে হবে।

প্রকল্পটি লিজ হলে তাহার জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্প ০২ কপি ছবি দিতে হবে।

২য় জামিনদারঃ

যে কোন একজন সরকারী চাকুরীজিবি জামিনদার হতে হবে এবং (প্রযোজ্য ক্ষেত্রেনিয়ন্ত্রনকারী কর্তৃপক্ষের প্রত্যায়ন দিতে হবে ০২ কপি ছবি দিতে হবে।

উপরোক্ত শর্তাবলী পূরণ হলেই সংশ্লিষ্ট কমিটির অনুমোদন স্বাপেক্ষে ঋণ পাওয়া যাবে।

কাহার নিকট যোগাযোগ করতে হবেঃ

 প্রশিক্ষণ,ঋণ সংশ্লিষ্ট,সংগঠন রেজিষ্টেশন অনুদান প্রাপ্তি বিষয়ে কার্যালয়ের ০৩ জন সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সহিত যোগাযোগ করা যেতে পারে।

  এছাড়াও বিস্তারিত তথ্যের জন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার সহিত যোগাযোগ করা যেতে পারে।